ঈদুল ফিতর ও সাপ্তাহিকসহ টানা সরকারি ছুটিতে পর্যটকের ব্যাপক সমাগম ঘটেছে বান্দরবানে। হোটেল-মোটেলের কক্ষ না পেয়ে সড়কে গাড়িতেই রাত কাটাতে হয়েছে শত শত পর্যটককে।
বুধবার (২ এপ্রিল) রাতে বান্দরবান পৌরসভার ট্রাফিক মোড় ও পুরাতন ব্রিজ এলাকায় এই চিত্র দেখা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এই ঈদ মৌসুমে রেকর্ডসংখ্যক পর্যটকের সমাগম ঘটেছে বান্দরবানে। এরমধ্যে ২ থেকে ৫ এপ্রিল পর্যন্ত জেলা সদরের প্রায় সবকটি হোটেল-মোটেল আগাম বুকিং হয়ে গেছে। আগাম হোটেল বুকিং না নিয়ে যারা গতকাল বান্দরবানে ঘুরতে এসেছিল, তাদের বড় একটি অংশ পরিবার পরিজন নিয়ে সড়কে গাড়িতেই রাত কাটিয়েছেন পর্যটকরা।
ঢাকা থেকে ভ্রমণে আসা আরফিন আহমেদ জানান, ২০ জনের একটি দল ভ্রমণে এসেছি। প্রায় ৩ ঘণ্টা ধরে একটার পর একটা হোটেল ঘুরেও রাত যাপনের জন্য কোনো রুম খালি পায়নি। অবশেষে গাড়িতেই রাত কাটিয়েছি। তাদের মতো অনেকে পর্যটক গাড়িতে রাত কাটিয়েছেন।
সাভার থেকে আসা রিমন চৌধুরী ফরহাত ও আজিহুল শাওন জানান, তারা বন্ধু-বান্ধব মিলে ৩৬ জনের একটি দল ঘুরতে এসেছে।
তারা বলেন, ২৫টির মতো বিভিন্ন হোটেল ঘুরেও একটি রুমের ব্যবস্থা করতে পারিনি, বাধ্য হয়ে গাড়িতেই রাতটা কাটানোর সিদ্ধান্ত নিই। আমাদের মতো আরও কয়কশ পর্যটক সড়কেই রাত কাটিয়েছে।
বান্দরবান জেলা আবাসিক হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দীন জানান, এত বেশি পর্যটক আসবে তা আগে থেকে ধারণা ছিল না। ফলে জরুরি মুহূর্তের জন্য আগাম ব্যবস্থা করতে পারেননি।
তবে আজ সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়ার চেষ্টা করছেন বলে জানান তিনি।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251030233957.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
       -20251031020255.webp) 
       -20251031020205.webp) 
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন