খাগড়াছড়ি সদরে তিন বছরের শিশুকে বালিশচাপা দিয়ে হত্যার অভিযোগে এক মাকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩০ আগস্ট) রাত প্রায় ৩টার দিকে উপজেলার শান্তিনগর এলাকায় একটি হৃদয়বিদারক ঘটনা ঘটে।
এ বিষয়টি খাগড়াছড়ি সদর থানার ওসি মো. আব্দুল বাতেন মৃধা নিশ্চিত করেছেন।
শিশুটির বাবা মো. মোস্তাফিজুর রহমান, যিনি একটি ওষুধ কোম্পানিতে কাজ করেন, বর্তমানে পানছড়ি উপজেলায় চাকরির জন্য অবস্থান করছিলেন। শুক্রবার রাতে তিনি পানছড়িতে থাকার কারণে বাড়িতে ছিলেন না। রাত ৩টার দিকে মোবাইলে খবর পান যে, তার ছেলে খুন হয়েছে।
ওসি আব্দুল বাতেন জানান, রাতে ঘুমন্ত অবস্থায় সাবিনা ইয়াসমিন শিশুটিকে বালিশচাপা দেন। পরবর্তীতে তিনি জানিয়েছিলেন যে, শিশুটি অসুস্থ হয়ে পড়েছে এবং তাই এক চিকিৎসককে বাসায় নিয়ে আসেন। তবে চিকিৎসক এসে শিশুটিকে মৃত অবস্থায় পেয়ে সন্দেহজনক আচরণ দেখে পুলিশকে খবর দেন।
পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
পারিবারিক সূত্রে জানা গেছে, সাবিনা ইয়াসমিন কিছু দিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন।
এ ছাড়া, স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মা সাবিনা মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন এবং ওই রাতে এমন ঘটনা ঘটানোর জন্য তার মানসিক অবস্থা প্রভাবিত হতে পারে।
এদিকে, পুলিশ সাবিনা ইয়াসমিনকে আটক করে থানায় নিয়ে এসেছে এবং ঘটনার পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।
এখনো কোনো মামলা হয়নি বলেন জানান সদর থানার ওসি মো. আব্দুল বাতেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন