ঢাকা শনিবার, ১২ জুলাই, ২০২৫

বরগুনায় ডেঙ্গুতে শিক্ষিকার মৃত্যু 

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৮, ২০২৫, ০৬:১৪ পিএম
ছবি- সংগৃহীত

বরগুনার সদর উপজেলার গুদিঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা হাসিনা বেগম (৪৫) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে জেলায় ডেঙ্গুজনিত মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে।

মৃত হাসিনা বেগম শহরের চরকলোনী এলাকার কাজী নজরুল ইসলামের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানায়, গত তিনদিন আগে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ক্রমাগত স্বাস্থ্যের অবনতি হলে বিকেল সাড়ে তিনটার দিকে তার মৃত্যু হয়।

এদিকে সোমবার (৭ জুলাই) জেলায় নতুন করে আরও ৮৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বরগুনা জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৬০৬ জনে।

নতুন আক্রান্তদের মধ্যে বরগুনা সদর উপজেলায় ৬৩ জন, বামনায় ৮ জন, পাথরঘাটায় ৯ জন এবং বেতাগী ও তালতলীতে ২ জন করে শনাক্ত হয়েছেন।

বর্তমানে চিকিৎসাধীন আছেন ২২৪ জন, এর মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি আছেন ১৫০ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৩৮২ জন।
 
উপজেলা-ভিত্তিক মোট আক্রান্তের মধ্যে বরগুনা সদরে ৩ হাজার ১৭৯ জন, পাথরঘাটায় ১৭৫ জন, বামনায় ১১৪ জন, তালতলীতে ৫৭ জন, আমতলীতে ৪৩ জন এবং বেতাগীতে ৩৮ জন আক্রান্ত হয়েছেন।

জেলায় ডেঙ্গুতে মারা যাওয়া ৩১ জনের মধ্যে ২৫ জনের বাড়ি বরগুনা সদরে, ৪ জন বেতাগীর এবং ২ জন পাথরঘাটায়।

বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাজকিয়া সিদ্দিকাহ বলেন, ‘বর্তমানে ডেঙ্গু রোগীর চাপ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। প্রতিনিয়ত রোগী আসছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি চিকিৎসা দিতে, তবে পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে।’
 
বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, ‘দিন যত যাচ্ছে, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ততই বাড়ছে। কিছুতেই তা নিয়ন্ত্রণে আসছে না। এরই মধ্যে আমাদের চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। এভাবে চলতে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।’
 
তিনি আরও বলেন, ‘জনগণের সচেতনতার পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ব্যাপক মশক নিধন কার্যক্রম ছাড়া এই পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয়।’