বরগুনায় নবযোগদানকৃত জেলা প্রশাসক মিজ তাসলিমা আক্তারের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের রজতজয়ন্তী কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াসিন আরাফাত রানা এবং সহকারী কমিশনার (ভূমি) বরগুনা সদর মো. মাহামুদুল হাসান।
মতবিনিময় সভায় সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- বরগুনা প্রেসক্লাবের সভাপতি সোহেল হাফিজ, সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) বরগুনা জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর কবীর মৃধা, সাধারণ সম্পাদক তাপস মাহমুদ, বরগুনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি হারুন অর রশীদ রিংকু, সিনিয়র সহসভাপতি মুশফিক আরিফ, প্রিন্ট মিডিয়া বরগুনা জেলা ফোরামের সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক রেজাউল কবির টিটু, রিপোর্টার্স ক্লাবের সভাপতি তরিকুল ইসলাম রতন, জেলা টেলিভিশন ফোরামের সহ-সভাপতি শহিদুল ইসলাম স্বপ্ন এবং সাধারণ সম্পাদক সুমন শিকদার।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক মিজ তাসলিমা আক্তার এবং বরগুনার সাংবাদিক নেতৃবৃন্দ বরগুনার বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন