ঢাকা শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

বরিশালে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ মিছিল

বরিশাল ব্যুরো
প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৪, ০৬:৩৭ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

জুলাই ও আগস্ট মাসের গণঅভ্যুত্থানে হত্যাকান্ডের বিচার, নিহত এবং আহতদের তালিকা তৈরী, পাচারকারী-ঋণখেলাপীদের বিচার, টাকা উদ্ধার, মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্য, সংখ্যালঘু সম্প্রদায়, মাজারসহ বিভিন্ন স্থাপনার ওপর আঘাত-ভাঙচুরের বিরুদ্ধে কার্যকরী ভূমিকা গ্রহনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশের কমিউস্টি পার্টি (সিপিবি) বরিশাল জেলা কমিটির আয়োজনে শনিবার বেলা ১১টায় নগরীর সদর রোডে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন পার্টির জেলা কমিটির সভাপতি মিজানুর রহমান সেলিম। তুষার সেনের সঞ্চলনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক অধ্যাপক দুলাল মজুমদার, সদস্য অ্যাডভোকেট একে আজাদ, নুর হোসেন হাওলাদার, মহানগর শাখার সদস্য হায়দার শরীফ প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে লক্ষাধিক মানুষের রক্তের বিনিময় দেশ স্বাধীন হলেও অদ্যবর্ধি গণতন্ত্র অসম্প্রদায়িক দেশ প্রতিষ্ঠিত হয়নি। সমাবেশ শেষে নগরীতে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়।