আসন্ন অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য আজিজুল হাকিম তামিমকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সহ-অধিনায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন জাওয়াদ আবরার।
সোমবার (৮ ডিসেম্বর) ১৫ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এছাড়া স্ট্যান্ডবাই তালিকায় রাখা হয়েছে ৬ ক্রিকেটারকে।
দল ঘোষণা প্রসঙ্গে বিসিবি জানিয়েছে, ইনজুরির কারণে দলে জায়গা হয়নি পেসার আল ফাহাদের। সবশেষ সিরিজে খেলা দেবাশীষ সরকার বাদ পড়েছেন দল থেকে। তার জায়গা ডাক পেয়েছেন অফ স্পিনার শেখ পারভেজ জীবন।
এশিয়া কাপে বাংলাদেশ দল রয়েছে ‘বি’ গ্রুপে , যেখানে প্রতিপক্ষ হিসেবে আছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও নেপাল। ১৩ ডিসেম্বর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা অভিযান শুরু করবে তামিমরা। এরপর ১৫ ডিসেম্বর নেপালের এবং ১৭ ডিসেম্বর শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচ খেলবে বাংলাদেশ।
সংযুক্ত আরব আমিরাতে আগামী ১২ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। ৮ দলের অংশগ্রহণে ২১ ডিসেম্বর মাঠে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। এবারের আসরে শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
বাংলাদেশ স্কোয়াড: আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ অধিনায়ক), সামিউন বশির রাতুল, শেখ পারভেজ হোসেন জীবন, রিজওয়ান হোসেন, স্বাধীন ইসলাম, মোহাম্মদ আবদুল্লাহ, ফরিদ হোসেন ফয়সাল, কালাম সিদ্দিকি অ্যালেন, ইকবাল হোসেন ইমন, রিফাত বেগ, শাহরিয়ার আল আমিন, আহমেদ শাহরিয়ার, সাদ ইসলাম রাজিন ও মোহাম্মদ সবুজ।
স্ট্যান্ডবাই: রাফিউজ্জামান, সানদীদ মজুমদার, ফারজান আহমেদ, ফারহান শাহরিয়ার, আব্দুর রহিম, দেবাশীষ সরকার


