বরিশালের আগৈলঝাড়ায় পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো রিয়াজ ফকির (৩০) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ মে) ভোরে অভিযুক্তকে পুনরায় গ্রেপ্তার করে পুলিশ।
এর আগে বৃহস্পতিবার (১৫ মে) দিবাগত রাত ১০টার দিকে পুলিশের ওপর হামলা করে পালান ওই আসামি। এ সময় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন।
রিয়াজ বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের মো. ছিদ্দিক ফকিরের ছেলে।
পুলিশ জানায়, মাদক কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে আগৈলঝাড়া উপজেলা পরিষদের উত্তর পাশে আনসার ও ভিডিপি কার্যালয়ের সামনে অভিযান চালায় এএসআই মামুন হোসেনের নেতৃত্বে একটি দল। অভিযানে রিয়াজ ফকিরকে ১৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারের পর হাতকড়া পরিয়ে তাকে গাড়িতে তোলার সময় হঠাৎ পুলিশের কনস্টেবল কামাল হোসেনের স্পর্শকাতর স্থানে আঘাত করেন রিয়াজ। এরপর কনস্টেবল সাইমুন আল সাকিবকে ধাক্কা দিয়ে সেখান থেকে হাতকড়াসহ পালিয়ে যান তিনি।
ধাওয়ার সময় আহত হন এএসআই মামুন হোসেনও। আহত তিন পুলিশ সদস্যের মধ্যে দু’জনকে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনার পরপরই পুলিশের একাধিক দল সারারাত বিভিন্ন স্থানে অভিযান চালায়। অবশেষে শুক্রবার সকাল ৬টার দিকে ছয়গ্রাম এলাকা থেকে রিয়াজকে হাতকড়াসহ পুনরায় গ্রেপ্তার করা হয়।
রিয়াজের বাবা ছিদ্দিক ফকির বলেন, আমার ছেলে বহুদিন ধরে মাদকাসক্ত। তাকে বহুবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সে শোনেনি।
আগৈলঝাড়া থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, রিয়াজ একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে চুরি ও মাদকের একাধিক মামলা রয়েছে। পুলিশের ওপর হামলার ঘটনায় এবং মাদক উদ্ধার সংক্রান্ত বিষয়ে থানায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।
আপনার মতামত লিখুন :