‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’-এই প্রত্যয়কে সামনে রেখে ভোলার লালমোহনে উদযাপিত হলো পুলিশের ‘ওপেন হাউজ ডে’। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে এ উপলক্ষে এক উন্মুক্ত আলোচনা সভার আয়োজন করা হয় লালমোহন থানা কমপ্লেক্সের নিচতলায়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক।
সভায় আলোচনার মূল বিষয়বস্তু ছিল- জলদস্যুতা, চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, দুর্নীতি, বাল্যবিবাহ, ইভটিজিং, কিশোর গ্যাং, মোবাইলের অপব্যবহার, যৌতুক এবং পারিবারিক ও সামাজিক বিরোধ। এসব সমস্যা প্রতিরোধে পুলিশ ও জনগণের যৌথ উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনায় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার অরিত সরকার, শিক্ষানবিশ পুলিশ সুপার মো. হুমায়ুন কবির, লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপির সভাপতি মো. সাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান বাবুল, লালমোহন প্রেসক্লাবের আহ্বায়ক সোহেল মো. আজিজ শাহীন ও সদস্য সচিব মো. শহিদুল ইসলাম।
এছাড়াও সভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা, শিক্ষার্থী, অভিভাবক এবং সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।