বগুড়ার আদমদীঘিতে গভীর রাতে পোলট্রি ফার্মে ঢুকে আবারও ২৬ দিন বয়সের ১২০০ সোনালী জাতের মুরগির বাচ্চা পায়ে পিষে মেরে ফেলেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২২ মে) দিবাগত রাতে উপজেলার নসরতপুর কলেজপাড়ায় পান্না পোলট্রি ফার্মে এ ঘটনা ঘটে।
এর আগে গত ৬ মে একই কায়দায় ১৫দিন বয়সের ১ হাজার মুরগির বাচ্চা মেরে ফেলা হয়।
ক্ষতিগ্রস্ত পান্না পোলট্রি ফার্মের স্বত্বাধিকারী হারুনুর রশিদ বলেন, ‘আদমদীঘির নসরতপুর কলেজপাড়ায় বাড়ির পাশে আমার পান্না পোলট্রি নামক একটি মুরগির ফার্ম রয়েছে। ওই ফার্মে দীর্ঘদিন ধরেই সোনালীসহ বিভিন্ন জাতের মুরগির বাচ্চা কিনে লালন-পালন করে বাজারজাত করে আসছিলাম।’
তিনি বলেন, ‘গত বৃহস্পতিবার রাতে আমার পোলট্রি ফার্মের নেট কেটে ভেতরে ঢুকে পায়ে পিষে সোনালী জাতের ২৬ দিন বয়সের ১২০০ মুরগির বাচ্চা মেরে ফেলা হয়।’
এর ১৭ দিন আগে ৬ মে দিবাগত রাতে একই কায়দায় ওই ফার্মে ১৫দিন রয়সের ১ হাজার মুরগির বাচ্চা মারা হয়েছিল। এই দুই বারের ঘটনায় ক্ষতির পরিমাণ প্রায় ৫ লক্ষাধিক টাকা বলে তিনি দাবি করেন।
এ ঘটনায় শুক্রবার দুপুরে হারনুর রশিদের স্ত্রী শবনম মোস্তারি বাদী হয়ে আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
আদমদীঘি থানার ওসি এস এম মোস্তাফিজুর রহমান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। পূর্বে মুরগির বাচ্চা মেরে ফেলার ঘটনায় বগুড়া আদালতে মামলা রয়েছে। সেই মামলা পিবিআই-এ তদন্তাধীন।’