বগুড়ার আদমদীঘি থানার গেটের সামনের মাত্র ৭০ ফিট দীর্ঘ সড়কটি কার্পেটিং উঠে গিয়ে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। এতে প্রতিদিন পুলিশ সদস্য ও সাধারণ সেবা প্রত্যাশীদের দুর্ভোগের শেষ নেই। দীর্ঘদিন ধরে সড়কটির কোনো ধরনের মেরামত বা সংস্কার না হওয়ায় এটি বেহাল অবস্থায় পৌঁছেছে।
জানা গেছে, বগুড়ার আদমদীঘি উপজেলায় ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। উপজেলা সদরে রয়েছে একটি থানা ও সান্তাহার পৌরসভায় একটি পুলিশ ফাঁড়ি। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা রক্ষায় এসব পুলিশ ইউনিট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও থানা গেট সংলগ্ন মূল সড়কটি আজ চরম অবহেলায় পড়ে আছে।
বর্তমানে এই সড়কের গর্তে বৃষ্টির পানি জমে থাকে, যার ফলে যানবাহন চলাচলের সময় নোংরা পানি পথচারীদের গায়ে ছিটকে পড়ে। এতে শুধু কাপড় নষ্ট হয় না, সৃষ্টি হয় স্বাস্থ্যঝুঁকিও।
স্থানীয় বাসিন্দা ও সেবা নিতে আসা মিজানুর রহমান, আতাউর রহমান জানান, ‘বৃষ্টি হলে সড়কের গর্তে পানি জমে থাকে। নোংরা পানি মাড়িয়ে থানায় যেতে হয়, খুবই কষ্ট হয়।’
সড়কটি দিয়ে প্রতিনিয়ত চলাচল করে মোটরসাইকেল, সিএনজি, মাইক্রোবাসসহ ছোট-বড় বিভিন্ন যানবাহন। চাকা গর্তে পড়লে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে।
আদমদীঘি থানার ওসি এসএম মোস্তাফিজুর রহমান বলেন, ‘সড়কটি সংস্কারের জন্য উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসককে একাধিকবার জানানো হয়েছে।’
উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা বলেন, ‘এই সড়কের এস্টিমেট করে জেলা প্রশাসক বরাবর পাঠানো হয়েছে। আমাদের পরিকল্পনায় রয়েছে উপজেলার সব সড়ক উন্নয়ন।’
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত আনজুম অনন্যা বলেন, ‘জেলা প্রশাসকের বরাদ্দ পেলে দ্রুত সড়কটির উন্নয়ন কাজ শুরু করা হবে।’
সড়কটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক স্থাপনা সংলগ্ন হওয়ায় এলাকাবাসী দ্রুত সংস্কার কাজ শুরুর দাবি জানিয়েছেন।
তাদের মতে, দীর্ঘদিনের এই ভোগান্তির স্থায়ী সমাধানে অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত।