ঢাকা শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

বগুড়ায় মাদকবিরোধী অভিযানে গিয়ে এএসআই ছুরিকাহত

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৭, ২০২৫, ১১:০৪ পিএম
আহত পুলিশ কর্মকর্তা। ছবি- রূপালী বাংলাদেশ

বগুড়ার শিবগঞ্জে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে সহকারী উপপরিদর্শক (এএসআই) হাফিজুর রহমান ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৬ জুলাই) গভীর রাতে চৌধুরী আদর্শ মহিলা কলেজসংলগ্ন কারেন্ট মাজার এলাকায় এ ঘটনা ঘটে।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করতে গেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী শাহীন (৩৮) ধারালো অস্ত্র দিয়ে এএসআই হাফিজুরকে আঘাত করেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

পুলিশ জানায়, শাহীন পূর্ব জাহাঙ্গীরাবাদ পানাতেপাড়া এলাকার বাসিন্দা এবং একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। ঘটনাস্থল থেকে তার কাছ থেকে ১৯ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়েছে।

রাত আনুমানিক ১২টার দিকে এএসআই হাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল কারেন্ট মাজার এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালানোর চেষ্টা করে। এ সময় শাহীন ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ চালায়।

স্থানীয় এক বাসিন্দা জানান, কারেন্ট মাজার সংলগ্ন এলাকা দীর্ঘদিন ধরেই মাদকের গোপন কেন্দ্র হিসেবে পরিচিত। পুলিশের অভিযান হলেও কঠোর নজরদারির অভাবে মাদকচক্র বারবার সক্রিয় হয়ে উঠছে।

শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান বলেন, ‘হামলাকারী শাহীনকে রাতেই গ্রেপ্তার করা হয়েছে এবং তার কাছ থেকে ১৯ পিস ট্যাপেন্টাডল জব্দ করা হয়েছে। তাকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।’