ঢাকা শনিবার, ২৬ জুলাই, ২০২৫

শাশুড়িকে রাস্তায় রেখে পালালেন পুত্রবধূ

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৫, ২০২৫, ১১:৪৮ পিএম
বৃদ্ধার জহুরা বেগম। ছবি- সংগৃহীত

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধা শাশুড়িকে রাস্তায় ফেলে রেখে পালিয়েছেন তার পুত্রবধূ। বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে উপজেলার মোকামতলা বন্দর এলাকার একটি স্কুলের সামনে এই ঘটনা ঘটে।

পরে স্থানীয়রা ওই বৃদ্ধাকে উদ্ধার করে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে রাত সাড়ে ৮টার দিকে তাকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

ওই নারীর নাম জহুরা বেগম (৬০)। তিনি জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার তারাকান্দা গ্রামের বাসিন্দা ও জুলহাস নামে এক ব্যক্তির স্ত্রী।

থানার ওসি শাহীনুজ্জামান শাহীন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জহুরা অস্পষ্টভাবে জানান, তার ছেলের নাম জয়নাল এবং পুত্রবধূর নাম মিনারা বেগম। পুত্রবধূ তাকে ফেলে রেখে চলে গেছেন বলে দাবি করেন তিনি। মিনারার বাড়ি রংপুর জেলায়।

পুলিশ জানায়, বৃদ্ধা স্পষ্টভাবে কথা বলতে না পারায় পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। মানসিকভাবে অপ্রকৃতস্থ হওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে জহুরা বেগমকে বগুড়ার টিএমএসএস পরিচালিত বৃদ্ধাশ্রমে পাঠানো হয়েছে।