ঢাকা সোমবার, ০৪ আগস্ট, ২০২৫

আত্মগোপনে থেকেও রক্ষা পেলেন না ২ আ.লীগ নেতা

বগুড়া ব্যুরো
প্রকাশিত: আগস্ট ৪, ২০২৫, ০৫:৪৯ পিএম
গ্রেপ্তার আওয়ামী লীগের দুই নেতা। ছবি- রূপালী বাংলাদেশ

বগুড়ার আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৪ আগস্ট) ভোরে উপজেলার নসরতপুর ইউনিয়নের নশরতপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- উপজেলার  নশরতপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম (৫০) এবং ছাতিয়ানগ্রাম ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান (৪৩)

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, তাদের বিরুদ্ধে আদমদীঘী থানার মামলা নং-১৪, ২০২৪ সালের ২৫ আগস্টের সূত্রে তদন্তে জড়িত থাকার প্রমাণ মেলে। সেই মামলার আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়।

সোমবার দুপুরে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।