ঢাকা রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

আদমদীঘিতে বিএনপি অফিসে হামলা মামলায় গ্রেপ্তার ১

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৫, ০৬:৫৫ পিএম
গ্রেপ্তারকৃত এনামুল হক দুলাল। ছবি- রূপালী বাংলাদেশ

বগুড়ার আদমদীঘিতে বিএনপি অফিসে হামলা, ভাঙচুর ও নাশকতা মামলায় এনামুল হক দুলালকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় তাকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত এনামুল হক দুলাল আদমদীঘির সদরের ডহরপুর গ্রামের ছামসুর রহমানের ছেলে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, বিগত ২০২৪ সালের ৪ আগস্ট আদমদীঘিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঠেকাবার জন্য আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ককটেল, পেট্রোল, সাবল ও লাঠি সোডাসহ ধারালো অস্ত্রে সজ্জিত দলবদ্ধ ভাবে আদমদীঘি সদরে বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপি অফিসে হামলা করে আসবাবপত্র ভাংচুর ও অগ্নিসংযোগ করে।

এ ঘটনায় ২০২৪ সালের ২৫ আগস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের নাম উল্লেখসহ অজ্ঞাত মোট ২৫০জনের নামে বিশেষ ক্ষমতা আইনে নাশকতা সংক্রান্ত একটি মামলা হয়। এ মামলায় গত শনিবার রাতে এনামুল হক দুলালকে সন্ধিহান হিসাবে গ্রেপ্তার করা হয়।

মামলা তদন্তকারি উপ-পরিদর্শক তরিকুল ইসলাম বলেন, রোববার দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানো হয়েছে।