বগুড়ার আদমদীঘি উপজেলার মুরইল বাজারে একটি খুচরা সার বিক্রয় প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে পাচারের উদ্দেশ্যে মজুত করা ১ হাজার ৭০ বস্তা রাসায়নিক সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে রাফি ট্রেডার্স নামের ওই প্রতিষ্ঠানের মালিক আশরাফ হাজিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল ৬টার দিকে আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম অনন্যার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এ অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রবিউল ইসলাম, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, মুরইল বাজারে অবস্থিত মেসার্স রাফি ট্রেডার্স সরকারি নিয়ম বহির্ভূতভাবে অতিরিক্ত সার মজুত করে এবং সেখান থেকে পাচারের চেষ্টা চালায়। গোপন সংবাদের ভিত্তিতে গুদামে অভিযান চালিয়ে পাচারের উদ্দেশ্যে ট্রাকে বোঝাই করা ২৪৫ বস্তা পটাশ সার জব্দ করা হয়।
এছাড়া গুদামে আরও ৮২৫ বস্তা ইউরিয়া ও পটাশ সার অনিয়মতান্ত্রিকভাবে মজুত পাওয়া যায়। পরে গুদামটি সিলগালা করে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত সার ডিলার আশরাফ হাজিকে ৩০ হাজার টাকা জরিমানা করেন।
জব্দ করা ট্রাক বোঝাই ২৪৫ বস্তা সার প্রকাশ্যে নিলামের মাধ্যমে ২ লাখ ৪১ হাজার ৩২৫ টাকায় বিক্রি করে তা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। অবশিষ্ট ৮২৫ বস্তা সারও পর্যায়ক্রমে নিলামের মাধ্যমে বিক্রি করা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।