ঢাকা শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

দুপচাঁচিয়ায় ডা. শামসুন্নাহারের অপসারণ দাবিতে অভিযোগ দাখিল

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৫, ০৮:৩১ পিএম
দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামসুন্নাহারের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ দাখিল। ছবি- রূপালী বাংলাদেশ

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামসুন্নাহারের বিরুদ্ধে দুর্নীতি, অর্থ আত্মসাৎ, অনিয়ম এবং রোগীদের সঙ্গে অসদাচরণের অভিযোগে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রত্যাহারের দাবিতে অভিযোগ দাখিল করা হয়েছে।

অভিযোগটি বুধবার (২৭ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট দাখিল করা হয়।

অভিযোগে বলা হয়, ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানের পর থেকে কোভিড-১৯ বরাদ্দ অর্থ সঠিকভাবে বিতরণ না করা, সরকারি ক্রয়নীতি অমান্য করে ঠিকাদারদের কাছ থেকে উৎকোচ গ্রহণ, নিম্নমানের ওষুধ বিতরণ, মেয়াদ উত্তীর্ণ ওষুধ সরবরাহ, স্টোরে অযোগ্য কর্মচারী নিয়োগ, ডাক্তার ও কর্মচারীদের মিথ্যা অভিযোগে বদলি, নার্স ও স্টাফদের হয়রানি, জিপগাড়ী ও তেলের অসদ্ব্যবহার, হাসপাতালের বিভিন্ন সম্পদ বিক্রি ও সরকারি ফি আদায়ে অতিরিক্ত অর্থ নেওয়া, মসজিদ কমিটির নিয়ন্ত্রণ ও অর্থ লোপাটসহ বিভিন্ন অনিয়ম ঘটানো।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, ডা. শামসুন্নাহরের বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন অনিয়মের অভিযোগ থাকলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযোগকারীরা তার বিরুদ্ধে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

অভিযোগ দাখিলের সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও হেফাজত, ইসলামী আন্দোলন, জামায়াত, শ্রমিক কল্যাণ ফেডারেশন, মৎস্য ব্যবসায়ী সমিতি ও ছাত্র প্রতিনিধি সহ স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। অভিযোগের অনুলিপি স্বাস্থ্য অধিদপ্তর ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিকট প্রেরণ করা হয়েছে।