ঢাকা শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

আদমদীঘিতে খাদ্যবান্ধব কর্মসূচির ১১৫ বস্তা চাল উদ্ধার, ঘর সিলগালা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৫, ০৭:০২ পিএম
খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে মজুত রাখার অভিযোগে ১১৫ বস্তা চাল জব্দ। ছবি- রূপালী বাংলাদেশ

বগুড়ার আদমদীঘিতে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে মজুত রাখার অভিযোগে ১১৫ বস্তা চাল জব্দ এবং একটি ঘর সিলগালা করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে আদমদীঘি উপজেলা সদরের গোহাট সংলগ্ন বিএনপির এক নেতার দখলীয় ঘর থেকে এ চাল জব্দ ও ঘর সিলগালা করা হয়।

আদমদীঘি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের উপ-পরিদর্শক রাকিব হাসান জানান, উপজেলা সদরের পশ্চিম বাজার গোহাট সংলগ্ন মসজিদের পাশে বিএনপির এক নেতার দখলীয় ঘরে খাদ্যবান্ধব কর্মসূচির (১৫ টাকা কেজি দরে বিক্রির জন্য নির্ধারিত) বিপুল পরিমাণ চাল অবৈধভাবে মজুত করা হয়েছিল।

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানে ঘরের ভেতরে রাখা সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ১১৫ বস্তা চাল (মোট তিন টন ৪৫০ কেজি) জব্দ ও ঘরটি সিলগালা করা হয়।

খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার আব্দুস ছাত্তার সরকার জানান, ‘এ চাল বিতরণের মাস্টাররোল রয়েছে, যা বৃহস্পতিবার বিকেলে খাদ্য অফিসে দাখিল করা হয়েছে।’

তবে স্থানীয়দের প্রশ্ন, ডিলার আব্দুস ছাত্তারের সরকারি খাদ্য বিতরণের স্থান রেলওয়ে স্টেশন বাজার গুদাম হলেও ওই চাল প্রায় দুই কিলোমিটার দূরে গোহাট সংলগ্ন আবু হাসানের ঘরে কেন রাখা হয়েছিল।

বিএনপি নেতা আবু হাসান চিকিৎসাধীন থাকায় তার ছোট ছেলে নাঈমুল হাসান জানান, ‘ঘরটি তার বাবার কি-না, তা তিনি জানেন না।’

আদমদীঘি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খন্দকার আবুল বাসার বলেন, ‘ডিলার আব্দুস ছাত্তার চাল বিতরণের মাস্টাররোল দাখিল করেছেন। বিষয়টি তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’