ঢাকা শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

বগুড়ায় এক রাতে ৬ গরু চুরি, এলাকাজুড়ে আতঙ্ক

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৫, ০৩:৩১ পিএম
গোয়াল ঘর। ছবি- রূপালী বাংলাদেশ

বগুড়ার আদমদীঘি উপজেলায় গভীর রাতে একটি গোয়ালঘর থেকে ৬টি গরু চুরির ঘটনা ঘটেছে। চোরেরা গোয়াল ঘরের টিনের দরজা ভেঙে গরুগুলো চুরি করে নিয়ে যান।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দিবাগত রাতে আদমদীঘি সদর ইউনিয়নের ডহরপুর পাঠকপাড়া গ্রামে স্থানীয় গরু ব্যবসায়ী হামিদুল ইসলামের বাড়িতে এ  ঘটনাটি ঘটেছে।

হামিদুল ইসলাম জানান, ‘তিনি তার বাড়ির গোয়ালঘরে দেশি ও বিদেশি জাতের মিলে ৬টি গরু লালন-পালন করছিলেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতেও গরুগুলো গোয়ালে রেখে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ৩টার দিকে ঘুম থেকে উঠে দেখতে পান গোয়ালঘরের টিনের দরজা খোলা এবং সবগুলো গরু চুরি হয়ে গেছে।’

চুরি যাওয়া গরুগুলোর বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা বলে জানিয়েছেন হামিদুল ইসলামের পরিবার। এ ঘটনায় তারা চরম হতাশা ও দুশ্চিন্তায় ভুগছেন।

স্থানীয়রা জানান, হামিদুল ইসলামের বাড়ি সালগ্রামমুখী রাস্তার পাশে হওয়ায় চোরেরা মিনি ট্রাক বা ভুটভুটি ব্যবহার করে গরুগুলো নিয়ে যেতে পারে। খবর পেয়ে আদমদীঘি থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে।

হামিদুল ইসলামের স্ত্রী রেহেনা বেগম জানান, ঘটনার পরপরই থানায় অবহিত করা হয়েছে এবং গরুগুলো উদ্ধারে বিভিন্ন স্থানে খোঁজখবর নেওয়া হচ্ছে।

আদমদীঘি থানার ওসি এসএম মোস্তাফিজুর রহমান বলেন, ‘গরু চুরির ঘটনাটি জানার পরপরই পুলিশ পাঠানো হয়। চুরি যাওয়া গরু উদ্ধারে পুলিশি অভিযান চলছে।’