ঢাকা মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫

বগুড়ায় লাল বক্স থেকে ৮৩ রাউন্ড গুলি উদ্ধার

বগুড়া ব্যুরো
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৫, ১০:৫৩ এএম
উদ্ধারকৃত গুলি। ছবি- রূপালী বাংলাদেশ

বগুড়া শহরের কামারগাড়ী রেল ঘোমটি মোড়ে বিদ্যুতের খুঁটির গোড়া থেকে তাজা ৮৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে অভিযান চালিয়ে এসব গুলি উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ জানায়, একটি লাল রঙের বক্সে পরিত্যক্ত অবস্থায় গুলি রাখা ছিল। এর মধ্যে রয়েছে ৮০টি পয়েন্ট-২২ বোরের বুলেট এবং শর্টগানের তিনটি কার্তুজ।

বগুড়া জেলা ডিবি পুলিশের ওসি মো. ইকবাল বাহার বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা সেখানে যাই। পরে বক্সটি খুলে গুলি পাওয়া যায়। কারা এগুলো সেখানে রেখেছে এবং কী উদ্দেশ্যে রেখেছে তা খতিয়ে দেখা হচ্ছে।’

ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনো আটক করতে পারেনি পুলিশ।