বগুড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মো. বিজয় (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে শাজাহানপুর উপজেলার শাকপালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিজয় বগুড়া সদর উপজেলার কামারগাড়ী এলাকার রেজাউলের ছেলে। সে বগুড়ার করতোয়া মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর সময় শাকপালা এলাকায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বিজয় সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় বগুড়ার শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে জানান, ‘নিহত শিক্ষার্থীর মরদেহ শজিমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন