বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে বগুড়ার আদমদীঘি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এতিমখানার শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে আদমদীঘি আদমিয়া হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় শীতবস্ত্র বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন ও বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি এবং বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী আব্দুল মহিত তালুকদার।
আদমদীঘি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন: উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, বগুড়া জেলা সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, বিএনপি নেতা মোকলেছার রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক মিনহাজুল ইসলাম, সিহাব চৌধুরী, তামিম হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সহসভাপতি জুয়েল রানা, বুলু মাহমুদ, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান, মিলন হোসেন, ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, কৃষকদলের সদস্য সচিব রায়হান, যুগ্ম আহ্বায়ক রুবেল সরদার প্রমুখ।
ওই এতিমখানায় শতাধিক শীতবস্ত্র বা কম্বল বিতরণ করেন প্রধান অতিথি আব্দুল মহিত তালুকদার।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন