ঢাকা মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় হামলা করে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আহত ৬ পুলিশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৫, ০৭:১৭ এএম
আহত পুলিশ । ছবি- রূপালী বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রেপ্তারের পর পরোয়ানাভুক্ত এক আসামি ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা চালিয়েছে আসামির স্বজনরা। এ ঘটনায় পুলিশের এক উপপরিদর্শকসহ ৬ জন পুলিশ আহত হয়েছে। গুরুতর আহত উপপরিদর্শক (এএসআই) শেখ সাদি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

রোববার (৩১ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের খাদুরাইল গ্রামে এ ঘটনা ঘটলেও সোমবার সন্ধ্যায় বিষয়টি জানাজানি হয়।

পুলিশ জানায়, খাদুরাইল গ্রামের ধনু মিয়ার ছেলে মিজানুর রহমান (৪০) একাধিক মামলার আসামি। রোববার রাত ১২টায় বিজয়নগর থানার এসআই নাফিজুল ইসলাম, মশিউর রহমান ও এএসআই শেখ সাদি তাদের সঙ্গীয় ফোর্স নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা আসামি ধরে তার বাড়ি থেকে আসার সময় পরিবারের লোকজন অতর্কিতভাবে পুলিশের উপর হামলা চালায়। এ সময় এএসআই শেখ সাদি গুরুতর আহত হন। আহত সাদি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে বিজয়নগর থানার ওসি শহিদুল ইসলাম জানান, মিজানুর রহমানের নামে দুটি গ্রেপ্তারি পরোয়ানা ও একটি নিয়মিত মামলা রয়েছে। গ্রেপ্তারি পরোয়ানার আসামি ধরতে অভিযান চালালে তার অনুসারিরা পুলিশের উপর হামলা চালায়। তবে আমরা আসামিকে নিয়ে আসতে সক্ষম হয়েছি। পুলিশ বাদী হয়ে মামলা করেছে।