ঢাকা সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

দাফনের সময় নড়ে ওঠা সেই নবজাতকের মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৫, ১১:০৫ এএম
চাঁদপুর পৌর কবরস্থানে নড়ে উঠে নবজাতক। ছবি- রূপালী বাংলাদেশ

চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড পৌর কবরস্থানে দাফনের সময় নড়ে ওঠা নবজাতক দীর্ঘ প্রায় ৮ ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর মারা গেছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় শহরের ফেমাস স্পেশালাইজড হাসপাতালের এনআইসিইউতে শিশুটি মারা যায়।

আজ সোমবার সকালে হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার (এনআইসিইউ) ছোটন মিয়াজী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শিশুটির জন্ম সম্ভবত রোববার (১৪ সেপ্টেম্বর) হয়েছে। ভর্তি করার সময় তার অক্সিজেন লেভেল কম ছিল। শিশুটিকে পর্যবেক্ষণে রাখা হয় এবং সর্বোচ্চ চিকিৎসা প্রদান করা হয়। রাত আনুমানিক সাড়ে ৯টায় শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এদিকে, রাত ১১টার দিকে পৌর কবরস্থানে নবজাতকের দাফন সম্পন্ন হয়। তবে এই ঘটনার পর চাঁদপুর শহরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ নবজাতকের দায়িত্ব নিতে প্রায় ১৩ জন নারী হাসপাতালে আসেন। কে বা কারা নবজাতকটিকে মৃত ভেবে কবর দিতে চেয়েছিলেন তা এখনো জানা যায়নি। তবে পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে।

রোববার দুপুরে চাঁদপুর শহরের পৌর কবরস্থানে জীবিত নবজাতক দাফন করতে রেখে পালিয়ে যায় স্বজনরা। দাফনের সময় আজান শুনে নড়েচড়ে ওঠে অজ্ঞাত নবজাতক। পরে কবরস্থান থেকে নবজাতককে শহরের ফেমাস স্পেশালাইজড হাসপাতালের এনআইসিইউতে ভর্তি করা হয় চিকিৎসার জন্য।

পৌর কবরস্থানের গোরখোদক শাহজাহান জানান, দুপুরে ৩০ থেকে ৩৫ বছর বয়সি এক অজ্ঞাত ব্যক্তি একটি কার্টনে করে শিশুকে দিয়ে যান। শিশু মৃত, তাই দ্রুত কবরস্থ করার পরামর্শ দিয়ে যান তিনি।

পরে দাফনের সময় নড়ে ওঠে শিশুটি। খবর পেয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীরা নবজাতককে শহরের ফেমাস স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যান এবং দ্রুত এনআইসিইউতে ভর্তি করান।