বুধবার, ৩০ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৯, ২০২৫, ০৪:৩৫ পিএম

তৃতীয় দিনের মতো চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৯, ২০২৫, ০৪:৩৫ পিএম

চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ। ছবি- রূপালী বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ। ছবি- রূপালী বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর বাসচালক ও শ্রমিকদের মধ্যে বিরোধের জেরে তৃতীয় দিনেও চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী আন্তঃজেলা রুটে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

মঙ্গলবার (২৯ জুলাই) সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জ থেকে কোনো বাস সরাসরি রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায়নি। হঠাৎ বাস বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা দিশেহারা হয়ে পড়েন। 

অনেকেই বিকল্প উপায়ে—অটোরিকশা বা ভ্যানে করে শহর থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরের হাতনাবাদ পর্যন্ত গিয়ে সেখান থেকে রাজশাহীগামী বাস ধরতে বাধ্য হচ্ছেন। এতে সময় যেমন বাড়ছে, তেমনি গুনতে হচ্ছে দ্বিগুণ ভাড়া। তবে বিআরটিসির কিছু বাস সীমিত পরিসরে চলাচল করছে বলে জানা গেছে।

বাস চলাচল বন্ধের সূত্রপাত ঘটে গত শনিবার রাজশাহীর গোদাগাড়ী এলাকায়। অভিযোগ রয়েছে, সেখানে দুই জেলার শ্রমিকদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটে। রাজশাহীর চালকরা চাঁপাইনবাবগঞ্জের এক চালককে মারধর করলে পাল্টা প্রতিক্রিয়ায় রাজশাহীর এক চালককেও মারধর করা হয়। এরপর থেকেই রুটে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা বাস মালিক সমিতির সিনিয়র সহসভাপতি আব্দুল কাদের কামাল বলেন, ‘ঘটনার সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত আমাদের চালকরা বাস চালাতে অনিচ্ছুক। সমাধানে কাজ চলছে। আশা করছি, খুব শিগগির পরিস্থিতি স্বাভাবিক হবে।’

চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান জানান, ‘গতকাল রাজশাহীর মালিক সমিতির সঙ্গে বৈঠকের কথা থাকলেও তা হয়নি। চেষ্টা চলছে দ্রুত সমাধানে পৌঁছানোর।’

স্থানীয় যাত্রীরা বলছেন, এ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির দ্রুত নিষ্পত্তি না হলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে। সংশ্লিষ্টদের দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।

Shera Lather
Link copied!