চাঁপাইনবাবগঞ্জের জালমাছমারী এলাকায় বিকাশের দোকানে উত্তোলিত ছেঁড়া ১০০ টাকা লেনদেন নিয়ে বাকবিতণ্ডাকে কেন্দ্র করে হামলার ঘটনায় পাঁচ দিন পর চিকিৎসাধীন অবস্থায় বাবুল হোসেন (৫৫) নামের এক দোকানদারের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত বাবুল হোসেন শিবগঞ্জ উপজেলার জালমাছমারী এলাকার মৃত ইলিয়াস উদ্দিনের ছেলে।
জানা যায়, গত ২১ আগস্ট সকাল ৯টার দিকে বড়চক এলাকার গুমানের ছেলে আসাদুল, নিহত বাবুলের ভাই নজরুল ইসলামের বিকাশের দোকান থেকে ২ হাজার টাকা ক্যাশআউট করেন। দুই ঘণ্টা পর তিনি আবার দোকানে এসে দাবি করেন, প্রাপ্ত অর্থের মধ্যে একটি ১০০ টাকার ছেঁড়া নোট রয়েছে এবং সেটি ফেরত চান। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়।
এর কিছুক্ষণ পর দেশীয় অস্ত্রসহ ১০-১৫ জনের একটি দল নিয়ে দোকানে হামলা চালান আসাদুল। ভাইকে রক্ষা করতে গেলে হামলার শিকার হন বাবুল হোসেন। পরে তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
কিছুটা শারীরিক উন্নতি হলে স্বজনরা তাকে বাসায় নিয়ে যান। তবে মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানেই তার মৃত্যু হয়।
চিকিৎসকদের প্রাথমিক ধারণা, অতিরিক্ত রক্তক্ষরণ ও রক্তশূন্যতার কারণে তার মৃত্যু হয়েছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)।