‘আমাদের গঙ্গা-পদ্মা, আমাদের অধিকার’ এবং ‘ন্যায্য পানি বণ্টনে হোক সমাধান’—এ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ নভেম্বর) সন্ধ্যায় শহীদ সাটু হল মিলনায়তনে আয়োজিত এ মতবিনিময় সভায় দেশের গুরুত্বপূর্ণ নদী গঙ্গা ও পদ্মার ন্যায্য পানি বণ্টন এবং স্থানীয় জনসাধারণের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ভারতের বিরুদ্ধে আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
সভায় বক্তারা নদী ও পানি সম্পদ সংরক্ষণ, ন্যায্য পানি বণ্টন এবং স্থানীয় মানুষের জীবিকার ওপর বিরূপ প্রভাবের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। পরিবেশ ও জনস্বার্থে জলবণ্টনের অপরিহার্যতার দিকও তুলে ধরেন তারা। বক্তারা নদীর অবৈধ ব্যবহার রোধ, সেচ ও শিল্পক্ষেত্রে ন্যায্য পানি নিশ্চিতকরণ এবং পরিবেশ সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
এতে এলাকার বিভিন্ন পেশাজীবী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মো. হারুনুর রশীদ। সভাপতিত্ব করেন সাবেক এমপি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক মো. শাহজাহান মিয়া।
বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক মো. আমিনুল ইসলাম।
সভা শেষে সভাপতি জামায়াতকে ফেল করানোর উদ্দেশ্যে সকল ভেদাভেদ ভুলে দলের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।



