দীর্ঘদিন বন্ধ থাকার পর রোববার (০৭ ডিসেম্বর) সন্ধ্যায় সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ২টি ট্রাকে ৬০ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ আমদানি করা হয়েছে।
সন্ধ্যার দিকে পেঁয়াজভর্তি দুটি ট্রাক ভারতের মোহদীপুর থেকে সোনামসজিদ স্থলবন্দরে প্রবেশ করে। মেসার্স ওয়েলকাম এন্টারপ্রাইজ ও গৌড় ইন্টারন্যাশন্যাল নামক ২টি প্রতিষ্ঠান পেঁয়াজ আমদানি করেছে।
সোনামসজিদ স্থলবন্দর পরিচালনাকারী পানামা পোর্ট লিংক লিমিটেড-এর ম্যানেজার মাইনুল ইসলাম বলেন, আজ সন্ধ্যায় বন্দরে ২টি ট্রাকে ৬০ মেট্রিক টন পেঁয়াজ প্রবেশ করেছে। আগামীকাল সোমবার আরও পেঁয়াজের ট্রাক আসতে পারে বলে জানান তিনি।
বাংলাদেশ সরকার সীমিত পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ার পরই রোববার এই বন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হলো।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন