চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সাপের কামড়ে মুনতা মনসুর মাহি (১১) নামে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ভিংরোল গ্রামের ছত্তরহাট এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত মাহি ভিংরোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দা মনসুর উদ্দিনের মেয়ে।
পরিবার সূত্রে জানা গেছে, সকালে ঘুম থেকে উঠে মাহি ফজরের নামাজ আদায় করে কোরআন শরিফ পড়ছিল। পরে অন্য একটি কক্ষ থেকে বই আনতে গেলে একটি বিষধর সাপ তাকে কপালে কামড় দেয়। দ্রুত তাকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে চমেক হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
মাহির চাচা নাঈম উদ্দিন বলেন, সাপটি ঘরের ভেতরেই ছিল। কামড় দেওয়ার পরপরই আমরা তাকে হাসপাতালে নিয়ে যাই, কিন্তু শেষ রক্ষা হলো না।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, মাহিকে হাসপাতালে আনার পর আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত রেফার করি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে চট্টগ্রাম পৌঁছার আগেই সে মারা যায়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা জানান, মাহি মেধাবী ও ভদ্র একটি মেয়ে ছিল। তার এমন মৃত্যু সবাইকে ব্যথিত করেছে।