ঢাকা সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অর্ধগলিত লাশ

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৫, ১১:০৯ পিএম
সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের একটি শীর্প ইয়ার্ডের সাগর তীর থেকে অর্ধগলিত একটি লাশ উদ্ধার করা হয়েছে। ছবি- রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ১নং ওয়ার্ড জাহানাবাদ কদমরসুল এলাকার এ. জে. শীর্প ইয়ার্ডের সাগর তীরবর্তী এলাকা থেকে অর্ধগলিত একটি লাশ উদ্ধার করা হয়।

রোববার (১৬ আগস্ট) রাত ৮টার দিকে স্থানীয়রা সাগরের ধারে লাশটি জোয়ারের পানিতে ভাসতে দেখতে পেয়ে বিষয়টি কুমিরা নৌ-পুলিশকে জানায়।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাত ৮টার দিকে গাউসিয়া কমিটি বাংলাদেশ, সীতাকুণ্ড মানবিক টিম শাখার সহযোগিতায় লাশটি উদ্ধার করা হয়। 

সুরতহাল রিপোর্ট পরবর্তী ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছি। লাশটির গায়ে নীল গেঞ্জি আর নীল চেকের একটা লুঙ্গি পরা ছিল, বাম পায়ে ক্ষত আছে এবং গলায় একটা তাবিজ কোমরে একটি গামছা মোড়ানো রয়েছে। লাশটির পরিচয় সংগ্রহের চেষ্টা চলছে বলে বিষয়টি নিশ্চিত করেন, কুমিরা নৌ-পুলিশের ইনচার্জ মোহাম্মদ ওয়ালি উদ্দিন আকবর।

উদ্ধারকাজে সহযোগিতায় ছিলেন, গাউসিয়া কমিটি বাংলাদেশ, সীতাকুণ্ড মানবিক টিম লিডার মোহাম্মদ নুর উদ্দীন ও মোহাম্মদ রমজান আলী নাসিরসহ অন্যান্য সদস্যরা।