চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের তৃণমূল নির্বাচন পরিচালনা কমিটির কেন্দ্র প্রতিনিধিদের করণীয় বিষয়ে ‘লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ আগস্ট) দিনব্যাপী ফটিকছড়ি উপজেলা জামায়াতের উদ্যোগে স্থানীয় জে ইউ পার্ক কমিউনিটি সেন্টারে এ প্রশিক্ষণ কর্মসূচি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা শাহাজাহান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ নুরুল আমিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল জব্বার।
প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন রফিকুজ্জামান রুমান ও খন্দকার জাকারিয়া আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা শাহাজাহান বলেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংগঠনের কাঠামোকে সুদৃঢ় করতে তৃণমূল নেতৃত্বের এই ধরনের প্রশিক্ষণ অত্যন্ত জরুরি।’
বিশেষ অতিথি অধ্যক্ষ নুরুল আমিন বলেন, ‘সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠায় মাঠপর্যায়ের দায়িত্বশীলদের যথাযথভাবে প্রস্তুত হওয়া প্রয়োজন।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফটিকছড়ি থানা জামায়াতের আমির নাজিম উদ্দিন ইমু, ভূজপুর থানা আমির অধ্যাপক জাহাঙ্গীর আলম, ফটিকছড়ি থানা সেক্রেটারি মাওলানা ইউসুফ বিন সিরাজসহ স্থানীয় নেতৃবৃন্দ।
দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে নির্বাচন পরিচালনার কৌশল, সাংগঠনিক দক্ষতা এবং মাঠপর্যায়ের কার্যক্রমকে সুসংগঠিত করার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।