বাংলাদেশে প্রায় ১৬ বছর ধরে ফ্যাসিবাদী শাসন চলেছে বলে মন্তব্য করেছেন দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান। তিনি বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বাধীন অভ্যন্তরীণ ফ্যাসিবাদী সরকার ও ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ লড়াইয়ের মধ্য দিয়ে বিজয় এসেছে।’
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলোচনা সভার শিরোনাম ছিল, ‘জুলাই ছাত্র গণঅভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা ও হাসিনার ফ্যাসিবাদ: নির্বাসন থেকে দেখা’।
মাহমুদুর রহমান বলেন, ‘আগামী নির্বাচনে যে দলই ক্ষমতায় আসুক না কেন, রাষ্ট্রের স্বার্থে সবাইকে ফ্যাসিবাদবিরোধী অবস্থানে থাকতে হবে। কোনোভাবেই আওয়ামী লীগ বা জাতীয় পার্টির নামে ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসন করা যাবে না।’
তিনি রাজনৈতিক দলগুলোকে ‘জুলাই সনদ’ গ্রহণের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে একটি সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক সরকার গঠনের আহ্বান জানান।
চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শাহনেওয়াজের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। সঞ্চালনায় ছিলেন প্রেস ক্লাবের সদস্য মিয়া মোহাম্মদ আরিফ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আমার দেশের নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি, সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব খুরশীদ জামিল চৌধুরী, সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত, মুস্তফা নঈম, সালেহ নোমান, মাহবুবুল মওলা রিপন, অ্যাব-এর সভাপতি প্রকৌশলী জানে আলম সেলিম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র ফাতেমা খানম লিজা।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন