চট্টগ্রামের আনোয়ারায় চুরির মামলার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৩ সেপ্টেম্বর) গভীর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, সিসি ক্যামেরার ফুটেজের সহায়তায় তাদের শনাক্ত করা হয়। এ সময় আসামিদের কাছ থেকে চোরাইকৃত ৩ ভরি ৫ আনা স্বর্ণালংকার ও নগদ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মোহাম্মদ আজিজুর রহমান বাবুল (৪১) ও মো. শওকত হোসেন (৩১), দুজনই আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের বাসিন্দা।
আনোয়ারা থানার ওসি মোহাম্মদ মনির হোসেন জানান, মামলা নং ৭(৯)২৫, ধারা ৪৫৪/৩৮০ দণ্ডবিধি অনুযায়ী তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে আদালতে সোপর্দ করা হয় এবং উদ্ধারকৃত আলামতের বিষয়ে আদালতে প্রতিবেদন প্রেরণ করা হয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন