ঢাকা সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৫, ০৭:০১ পিএম
সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ছে যাত্রীবাহী বাস। ছবি- রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মোহাম্মদ আলী (৩০)।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখে যাওয়া আইরিন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারায়। বাসটি সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইলিয়াস পেট্রোল পাম্প এলাকায় সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় সড়কের পাশের একটি ভলকানাইজিং দোকানের মালিকও বাসের চাপায় কাদায় চাপা পড়েন। এ ঘটনায় বাসে থাকা অন্তত ২০ যাত্রী কমবেশি আহত হলেও তাদের অবস্থা আশঙ্কামুক্ত এবং তারা নিজ নিজ গন্তব্যে চলে গেছেন।

খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বারআউলিয়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রেকার দিয়ে বাসটি খাদ থেকে তুললে মাটিতে গেঁথে থাকা ভলকানাইজিং দোকানের মালিক মোহাম্মদ আলীকে উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা জানান, বাস উল্টে গিয়ে অনেকে সামান্য আহত হয়েছিলেন, তবে তারা নিজ উদ্যোগে চলে গেছেন।

রাস্তার পাশের দোকানি মোহাম্মদ আলী বাসের নিচে চাপা পড়ে মাথা থেকে শরীরের অর্ধেক অংশ কাদায় ঢুকে যায়। বাস তোলার পর তাকে উদ্ধার করা হলেও কিছুক্ষণ পরই তিনি মারা যান।

এ বিষয়ে বারআউলিয়া হাইওয়ে থানার ওসি আব্দুল মোমিন দৈনিক রূপালী বাংলাদেশকে বলেন, ‘দুপুর সাড়ে বারোটার দিকে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন ঘটনাস্থলেই নিহত হন। ২০ জন আহত হয়েছেন, তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বেপরোয়া বাসটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’