চট্টগ্রামের আনোয়ারা সরকারি কলেজে শহীদ আবরার ফাহাদের ৬ষ্ঠ শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) আসরের নামাজের পর আনোয়ারা সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রম ও আওয়ামী সরকারের দুঃশাসনের নিন্দা জানান এবং আবরারের আত্মার মাগফিরাত কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের সভাপতি মোহাম্মদ বোরহান উদ্দিন, সিনিয়র যুগ্ম সম্পাদক আরমান সাঈদ মাহিন, আনিসুর রহমান আরফাত, সাংগঠনিক সম্পাদক মো. তারেক হোসেন, যুগ্ম সম্পাদক মো. সজিব, প্রচার সম্পাদক মো. ইমনসহ কলেজ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে শহীদ আবরারের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ছাত্রদলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন