‘আমরা একাত্তরে যুদ্ধ করেছি একটি সুন্দর দেশ গড়ার জন্য, কিন্তু সেই স্বপ্ন এখনো পূর্ণ হয়নি। স্বাধীনতার এত বছর পরও আওয়ামী লীগের ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে। তাই মানবাধিকার রক্ষায় আমাদের সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে।’
বুধবার (৮ অক্টোবর) নগরীর জিইজি এলাকায় একটি রেস্টুরেন্টে পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস সংগঠনের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক জাহিদুল করিম কচি।
তিনি আরও বলেন, ‘আমাদের দেশে বারবার সরকার পরিবর্তন হলেও সুশাসন প্রতিষ্ঠিত হয়নি। সুশাসন প্রতিষ্ঠায় সচেতন নাগরিক সমাজের ভূমিকা অপরিহার্য। সবার সম্মিলিত প্রচেষ্টা থাকলে পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস সমাজের অধিকারবঞ্চিত মানুষের কণ্ঠস্বর হয়ে উঠবে।’
সভাপতির বক্তব্যে কামরুল কায়েস বলেন, ‘দেশের অধিকাংশ হতদরিদ্র মানুষ প্রভাবশালীদের অর্থবিত্তের কারণে তাদের আইনি অধিকার থেকে বঞ্চিত হয়। আমরা প্রতিশ্রুতিবদ্ধ-মানুষকে তার ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে। সমাজের সচেতন মানুষ এগিয়ে এলে আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব।’
সভায় সংগঠনের চেয়ারম্যান কামরুল কায়েসের সভাপতিত্বে ও সঞ্চালনায় জিন্নাত আরা বেগম, আফরোজা সোলতানা পূর্ণিমা, হেলাল শিকদার, মো. তৌফিক, মো. জসিমসহ বিভিন্ন অঞ্চল থেকে আগত সংগঠনের শতাধিক সদস্য ও শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন।