শেরপুরের নালিতাবাড়ীতে বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে মধুটিলা রেঞ্জ অফিসে এই চেক বিতরণ অনুষ্ঠিত হয়।
বন বিভাগের তথ্য অনুযায়ী, গত তিন মাসে বন্যহাতির আক্রমণে স্থানীয় বাড়িঘর ও বোরো আবাদ ক্ষতিগ্রস্ত হয়। চেক বিতরণ অনুষ্ঠানে মোট ১৯ জন কৃষক ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে মোট ৪ লাখ ২৩ হাজার টাকার ক্ষতিপূরণ প্রদান করা হয়।
চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন মধুটিলা চেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমশ্চূড়া বিট কর্মকর্তা কাউসার হোসেন, পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওমর ফারুক এবং পোড়াগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য আনছারুল ইসলাম প্রমুখ।