ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসীত গ্রুপ) নেতা মাইকেল চাকমার বিরুদ্ধে চাঁদাবাজির মামলায় ৮ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাঙামাটির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে এই রায় প্রদান করা হয়। একই মামলায় সুমন চাকমা নামের আরও একজনকে একই দণ্ড, অর্থাৎ ৮ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
২০০৭ সালের ৩০ অক্টোবর সংঘটিত একটি চাঁদাবাজির ঘটনায় এ দুজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছিল। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন।
জানা যায়, ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা ও সুমন চাকমাকে সন্ত্রাস ও চাঁদাবাজি করার সময়, ২০০৭ সালের ৩০ অক্টোবর, নিরাপত্তা বাহিনী অস্ত্র ও টাকাসহ আটক করে লংগদু থানায় মামলাসহ হস্তান্তর করে।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিশেষ ট্রাইব্যুনাল-২, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত, রাঙামাটি গত ১৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে রায় প্রদান করেন। আদালত মাইকেল চাকমাকে অস্ত্র মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও হত্যার হুমকি ও চাঁদাবাজির অপরাধে আরও ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেন। তবে আদালত উভয় দণ্ড একত্রে কার্যকর হবে বলে রায় দেন।
অন্যদিকে, মামলার অপর আসামি সুমন চাকমাকে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগে ৭ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।
তবে মাইকেল চাকমা গুম থাকায় তার বিরুদ্ধে রায় তৎক্ষণাৎ কার্যকর করা সম্ভব হয়নি।