ঢাকা বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

৬ ঘণ্টা পর পুলিশি নিরাপত্তায় সচিবালয় ছাড়লেন অর্থ উপদেষ্টা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৫, ০৯:০৬ পিএম
৬ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশি নিরাপত্তায় সচিবালয় ছাড়লেন অর্থ উপদেষ্টা। ছবি- সংগৃহীত

টানা ছয় ঘণ্টা সচিবালয়ে অবরুদ্ধ থাকার পর বুধবার রাত ৮টায় পুলিশি নিরাপত্তায় সচিবালয় ত্যাগ করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশের বিশেষায়িত একটি ইউনিট আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশের সঙ্গে কর্মচারীদের ধস্তাধস্তি হয়।

জানা গেছে, দুপুর ২টার দিকে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রায় ৩০০–৪০০ নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারী সচিবালয়ে জড়ো হন। পরে তারা মিছিল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের তৃতীয় তলায় উপদেষ্টার দপ্তরের সামনে অবস্থান নেন এবং ‘সচিবালয় ভাতা’ পাওয়ার দাবিতে স্লোগান দেন।

কর্মচারীরা দাবি করেন, উপদেষ্টা, মন্ত্রী ও সচিবরা রাত পর্যন্ত অফিসে থাকেন, কিন্তু সচিবালয়ের কর্মচারীরা নিয়মিত বেতন কাঠামোর বাইরে ভাতা পান না। তাই তারা ২০ শতাংশ সচিবালয় ভাতা প্রদানের দাবি জানিয়েছেন।

কিছু আন্দোলনকারী জানান, অর্থ উপদেষ্টা এরই মধ্যে জানিয়েছেন, নতুন বেতন কমিশন কার্যক্রমে নেওয়া হবে নির্বাচিত সরকারের সময়। এর আগে সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতার ঘোষণা দেওয়া হলেও তা কার্যকর হয়নি।