গাজীপুরের দক্ষিণ সালনা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন ময়মনসিংহ জেলার কালিবাজার গ্রামের রুহুল আমিন বাপ্পি ও কিশোরগঞ্জ জেলার জুয়ারিয়া গ্রামের শ্রাবন।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার রাতে জেলার সদর থানার দক্ষিণ সালনা এলাকায় স্থানীয় পাথর ফ্যাক্টরির পিছনে পাকা রাস্তার ওপর দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ডাকাতি করার উদ্দেশ্যে অবস্থান করছিলেন তারা। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকি ১৪-১৫ জন ডাকাত দৌড়ে পালিয়ে যান। তবে বাপ্পি ও শ্রাবনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে স্টিলের সুইচ গিয়ার, ধারালো কাটার ও অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
সদর থানার ওসি মেহেদী হাসান বলেন, ডাকাতির প্রস্তুতিকালে ঘটনাস্থল থেকে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় একটি ডাকাতির প্রস্তুতি মামলা দায়ের করা হয়েছে।