নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভবনের ছাদে টিকটক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া মেয়েকে বাঁচাতে গিয়ে রোজিনা (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট বিনাইরচর গ্রামে শফি মিয়ার তিনতলা বাড়ির ছাদে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হন নিহত রোজিনার মেয়ে সুরভী ও শাশুড়ি মাসুদা বেগম।
স্থানীয়রা জানান, বিকেলে তিনতলা ভবনের ছাদে টিকটক করার সময় সুরভীর কপাল ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনের তারে স্পর্শ করে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে ছিটকে পড়ে যায়। তাকে বাঁচাতে দৌড়ে যান মা রোজিনা ও দাদি মাসুদা বেগম। এ সময় তারাও বিদ্যুৎস্পৃষ্ট হন।
তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তিনজনকেই উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক রোজিনাকে মৃত ঘোষণা করেন। গুরুতর দগ্ধ সুরভীকে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসিরউদ্দিন বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছাদের ওপর খোলা বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে এ দুর্ঘটনা ঘটেছে।’
নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।