ঢাকা শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

আমার পদ্মফুলকে ভালোবাসায় রাখবেন

রূপালী ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৫, ০১:৪৯ এএম

ঢালিউডের গ্ল্যামার গার্ল পরীমণি। চলচ্চিত্র দিয়ে ক্যারিয়ার শুরু করে হয়েছেন উদ্যোক্তা। গত ভালোবাসা দিবসে উদ্যোক্তা হিসেবে নাম লেখিয়েছেন তিনি। শুরু করেন অনলাইনভিত্তিক ব্র্যান্ড ‘বডি’। এটি মূলত মায়েদের মাতৃত্বকালীন ও নবজাতকের যতেœ প্রয়োজনীয় পণ্য নিয়ে কাজ করে। আর এবার সেই ব্র্যান্ডের পোশাক বিভাগের নতুন মডেল হয়েছেন তার পুত্রসন্তান শাহিম মুহাম্মাদ পুণ্য।

সামাজিক যোগাযোগমাধ্যমে সন্তানের মডেলিংয়ের একাধিক ছবি পোস্ট করে পরীমণি লিখেছেন, ‘পরিচয় করিয়ে দিচ্ছি আমার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডরকে।’ 

ছবিগুলোতে দেখা যায়, শিশু পুণ্য পরীর ব্র্যান্ডের পোশাকে স্টাইলিশ ও স্বাচ্ছন্দ্যে ভরপুর ভঙ্গিমায় পোজ দিচ্ছে। মুহূর্তেই ছবিগুলো নেট দুনিয়ায় ছড়িয়ে যায়। পরী ভক্তদের প্রশংসায় ভাসছে খুদে তারকা পুণ্য।
এ প্রসঙ্গে পরীমণি বলেন, ‘সৃজনশীল কিছু জিনিস বাই বর্ন হয়ে থাকে। আমার এই ছোট্ট বাচ্চাটাও তাই। ক্যামেরা ওর জন্য নতুন কিছু না। খুব ছোট থেকেই তো মায়ের শুটিং দেখে বড় হয়েছে সে। ও মনোযোগ দিয়ে ডিরেকশন শোনে, বোঝার চেষ্টা করে এবং সে তার বেস্টটা করে দেখায়, মাশআল্লাহ। আমার পদ্মফুলকে আপনাদের ভালোবাসায় রাখবেন।’

মাতৃত্বের অভিজ্ঞতা থেকেই ‘বডি’র জন্ম- এমনটাই জানান পরীমণি। সন্তান জন্মের পর একজন মা যেসব শারীরিক ও মানসিক চ্যালেঞ্জের মুখোমুখি হন তার বাস্তব অভিজ্ঞতাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে ‘বডি’র পণ্যসম্ভার।

শুধু ব্যবসায়িক লাভ নয়, গর্ভবতী মা ও নবজাতকের কল্যাণে কাজ করতেও প্রতিশ্রুতিবদ্ধ পরীমণি। তিনি জানিয়েছেন, প্রতি তিন মাস পরপর ‘বডি’র বিক্রির একটি নির্দিষ্ট অংশ বরাদ্দ রাখা হবে এসব পরিবারের জন্য। পাশাপাশি মা ও শিশুদের প্রয়োজনীয় সেবা, সচেতনতা এবং সহায়তা কার্যক্রমও চালু করার পরিকল্পনা রয়েছে।

বলা দরকার, ‘ডোডোর গল্প’সহ পরীমণি অভিনীত বেশকিছু চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় আছে। কয়েক মাস আগে যুক্ত হয়েছেন ‘গোলাপ’ নামের নতুন একটি সিনেমায়। এতে তার বিপরীতে রয়েছেন চিত্রনায়ক নিরব। শিগগিরই সিনেমাটির শুটিং হওয়ার কথা রয়েছে।