ঢাকা শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

বিয়ের ইঙ্গিত দিলেন দেব

রূপালী ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৫, ০১:৪৪ এএম

রাজনৈতিক পরিসরে হোক কিংবা সিনেমা জগৎ, এই মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে একটাই নাম, দেব। তার অভিনীত ‘রঘু ডাকাত’ মুক্তি পেতেই একদিকে যেমন নেতিবাচক রিভিউ দেখা যাচ্ছে তেমন অন্যদিকে, ইতিবাচক রিভিউতে ভরে গিয়েছে নেট দুনিয়া। আক্রমণ সত্ত্বেও হাসিমুখে সবকিছুর জবাব দিচ্ছেন দেব। কটাক্ষের জবাবে কটাক্ষ নয় বরং হাসিমুখে উপযুক্ত জবাব দিতে দেখা গিয়েছে এই অভিনেতাকে।

তবে শুধু সিনেমা নয়, আরও একটি বিষয় নিয়ে বারবার খবরের শিরোনাম ছিনিয়ে নেন দেব। সেটি হলো দেবের বিয়ের প্রসঙ্গ। দেব-রুক্মিণীর প্রেম দেখতে দেখতে বিরক্ত যেন নেটিজেনরা! এবার তারা চার হাত এক দেখতে চান দুজনের। অবশেষে ইঙ্গিত দিলেন দেব। জানালেন শিগগিরই বিয়ে সম্পর্কে জানাবেন। ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন দেব।

দেবকে প্রশ্ন করা হয়েছিল, ‘তিনি কি টলিউডের সালমান খান? ভাইজানের মতো তিনিও কি সারা জীবন একাই জীবন কাটাবেন বলে মনে করছেন?’

জবাবে দেব বলেন, ‘আমি কোনো খান হতে চাই না। দেব হয়েই আমি বেশ ভালোই আছি। যেখানে আছি, যার সঙ্গে আছে বেশ ভালোই আছি। তবে এই নয় যে আমি সিঙ্গেল ব্যাচেলার লাইফ লিড করব।’

রুক্মিণীকে বিয়ে নিয়ে দেব বলেন, ‘বিয়ে হলো ভাগ্যের ব্যাপার। তবে এই নয় যে আমি বিয়ে করতে চাই না। অবশ্যই করব। একটা প্ল্যান চলছে, শিগগিরই সবাই জানতে পারব।’ এদিকে, সিনেমা হলে চলছে দেবের রঘু ডাকাত। পূজায় মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে এগিয়ে এটি। অন্যদিকে, মুক্তির অপেক্ষায় আছে রুক্মিণীর ‘হাঁটি হাঁটি পা পা’।