ঢাকা শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

আমি খুব উচ্ছ্বসিত

বিনোদন ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৫, ০১:৪৬ এএম

পরপর দুই বছর অর্থাৎ গত বছর ও চলতি বছরে নবাগত নায়িকা মন্দিরা চক্রবর্তী অভিনীত দুটি সিনেমা মুক্তি পেয়েছে। সিনেমা দুটি হচ্ছে ‘কাজল রেখা’ ও ‘নীলচক্র’। প্রথম সিনেমা মুক্তির পরপরই মন্দিরা অভিনয় দিয়ে বেশ আলোচনায় আসেন। সিনেমাটি পরিচালনা করেন খ্যাতিমান নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। সিনেমাটিতে আরও অনেক তারকা শিল্পী অভিনয় করলেও নবাগত শিল্পী হিসেবে মন্দিরা আলাদাভাবেই তার সৌন্দর্য, হাসি এবং অভিনয় দিয়ে আলোচনায় আসেন। 

চলতি বছর মুক্তি পেয়েছিল তার ‘নীল চক্র’ নামের দ্বিতীয় সিনেমা। এতে তার বিপরীতে ছিলেন আরিফিন শুভ। ‘নীল চক্র’ সিনেমাতেও অনবদ্য অভিনয়ের জন্য দারুণভাবে প্রশংসিত হন মন্দিরা। প্রথম সিনেমার চেয়ে দ্বিতীয় সিনেমায় তিনি ছিলেন অভিনয়ে আরও অনেক বেশি পরিণত ও পরিপূর্ণ।

সম্প্রতি মন্দিরা দুটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। এ তথ্য দৈনিক রূপালী বাংলাদেশকে জানিয়েছেন নায়িকা নিজেই। তার মধ্যে ক্যারিয়ারের তৃতীয় সিনেমাটি চলতি বছরের শেষের দিকে শুরু হবে। অন্যটি নতুন বছরের শুরুর দিকে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। তবে আপাতত সিনেমা দুটি নিয়ে বিস্তারিত বলা প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে নিষেধ রয়েছে। শিগগিরই সিনেমা দুটির ঘোষণা আসবে বলে জানিয়েছেন এই অভিনেত্রী। সেইসঙ্গে সিনেমায় নায়ক হিসেবেও থাকছে চমক। 

মন্দিরা বলেন, ‘আমি চাই আমার তৃতীয় সিনেমাটি প্রথম দুটি সিনেমার চেয়ে আরও ভালো গল্পের ও সুন্দর হোক। যেন বলতে পারি একের পর এক ভালো গল্পের সিনেমাতে অভিনয় করে হ্যাটট্রিক করতে পেরেছি। আপাতত তৃতীয় সিনেমার গল্প, পরিকল্পনা, সিডিউল’সহ আনুষঙ্গিক অন্যান্য সব বিষয় নিয়েই ব্যস্ততার মধ্যদিয়ে সময় কাটছে। আর অল্প কিছুদিনের মধ্যই আসবে তৃতীয় সিনেমার ঘোষণা। আমি খুব উচ্ছ্বসিত।’ যোগ করে তিনি আরও বলেন, ‘দুটি সিনেমাতেই ভিন্নতা রয়েছে। চরিত্রেও নতুনত্ব আছে। এখন সিনেমাটি দুটি নিয়ে প্রস্তুতি নিচ্ছি।’

‘কাজল রেখা’ ও ‘নীল চক্র’ সিনেমাতে অভিনয়ের জন্য দেশে-বিদেশে বেশ কয়েকটি সংগঠন থেকে নবাগত নায়িকা হিসেবে সম্মাননা পেয়েছেন মন্দিরা।