ঢাকা শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

জিয়া পরিবারকে ধ্বংসের ষড়যন্ত্র করেছিল আ.লীগ: শামীম তালুকদার

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৫, ১১:২৫ পিএম
বক্তব্য দেন ফরিদুল কবীর তালুকদার শামীম। ছবি- রূপালী বাংলাদেশ

আওয়ামী লীগ ও তাদের দোসররা পরিকল্পিতভাবে জিয়া পরিবারকে ধ্বংস করার চেষ্টা করেছে বলে অভিযোগ করেছেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়ন বিএনপির আয়োজনে ভাবানিপুর স্কুল মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

শামীম তালুকদার বলেন, ‘স্বৈরাচারী শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে কথা বলার কারণেই তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়। পরবর্তীতে তাকে মিথ্যা মামলায় কারাবন্দি করা হয়। চিকিৎসার জন্য বিদেশে যেতে চাইলেও সরকার তাকে অনুমতি দেয়নি। এমনকি কারাগারে বন্দি অবস্থায় তাকে হত্যার পরিকল্পনাও করা হয়েছিল।’

তিনি আরও বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধেও একের পর এক মিথ্যা মামলা দেওয়া হয়েছে। রিমান্ডে নিয়ে তার ওপর অমানবিক নির্যাতন চালানো হয়েছে। জিয়া পরিবারকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করার এই ষড়যন্ত্র আজও অব্যাহত রয়েছে।’

বিএনপি নেতা শামীম তালুকদার বলেন, ‘বিদেশে থেকেও তারেক রহমান বিএনপি ও অঙ্গসংগঠনগুলোকে সংগঠিত রাখতে সক্ষম হয়েছেন। তার প্রণীত ৩১ দফা কর্মসূচি ইতোমধ্যে জনগণের কাছে সমাদৃত হয়েছে। আগামী দিনে জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করলে—ন্যায়, নীতি ও ইনসাফের ভিত্তিতে দেশ পরিচালিত হবে।’

সভায় ডোয়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. দুলাল মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোরশেদ আলমের পরিচালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক আব্দুল আওয়াল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী লেকু, দপ্তর সম্পাদক প্রভাষক খায়রুল আলম শ্যামলসহ অন্যান্য নেতৃবৃন্দ।