গাজীপুরের কোনাবাড়ী থানাধীন জরুন এলাকায় ট্রাকের চাপায় মো. আব্দুর রহিম (৩২) নামে এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যার দিকে কোনাবাড়ী পল্লী বিদ্যুৎ-জরুন আঞ্চলিক সড়কের জরুন দশতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহিম টাঙ্গাইল জেলার ভূঞাপুর থানার খুপি বাড়ি এলাকার তোরা মিয়ার ছেলে। তিনি জরুন এলাকার স্বাধীন ডাইং প্রাইভেট লিমিটেড নামক একটি পোশাক কারখানায় কাজ করতেন।
কোনাবাড়ী থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম জানান, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। উপস্থিত লোকজনের মাধ্যমে জানতে পারি, নিহত আব্দুর রহিম ডিউটি শেষে বাসায় ফিরছিলেন। এ সময় পেছন দিক থেকে একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয়রা ট্রাকটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।’
কোনাবাড়ী থানার ওসি মো. সালাউদ্দিন আহমেদ বলেন, ‘পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’