রাজবাড়ীর অবসরপ্রাপ্ত সেনা সদস্য নজরুল ইসলাম (৪৭) ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াই করতে গিয়ে প্রাণ হারিয়েছেন।
নিখোঁজ থাকার সাত মাস পর বুধবার (৮ অক্টোবর) বিকেলে তার মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে পরিবারকে জানানো হয়।
নিহত নজরুলের বাড়ি সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের চর রামকান্তপুর গ্রামে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল পদে কর্মরত ছিলেন এবং ২০২০ সালে অবসর গ্রহণ করেন। পরে স্থানীয় দালালের প্রলোভনে গত ২৮ ফেব্রুয়ারি রাশিয়ায় যান নিরাপত্তাকর্মীর চাকরির আশায়। সেখানে পৌঁছে তাকে সামরিক প্রশিক্ষণ দিয়ে ইউক্রেনের যুদ্ধে পাঠানো হয়।
পরিবারের সঙ্গে তার শেষ কথা হয় ৩০ এপ্রিল। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। অবশেষে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মৃত্যুসংবাদ পৌঁছায় তার পরিবারের কাছে।
নিহতের স্ত্রী আইরিন আক্তার বলেন, ‘ভালো চাকরির আশায় সে রাশিয়ায় গিয়েছিল, কিন্তু আর ফিরল না। এখন চার মেয়েকে নিয়ে কীভাবে বাঁচব, বুঝতে পারছি না।’
পরিবারের অভিযোগ, স্থানীয় দালাল ফরিদ হোসেন নজরুলকে প্রলুব্ধ করে পাঠিয়েছিলেনর। এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ ও মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজনরা।
নিহত নজরুল চার কন্যাসন্তান রেখে গেছেন। বড় মেয়ে এইচএসসি পরীক্ষার্থী, দ্বিতীয় মেয়ে পঞ্চম শ্রেণিতে, আর দুই ছোট মেয়ের বয়স ৬ ও ৫ বছর।