সিরাজগঞ্জের তাড়াশে বেপরোয়া গতির ভটভটির ধাক্কায় অটোরিকশার ভাই-বোনসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তাড়াশ পৌর শহরের উলিপুর ব্রিজের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার ওসি মো. জিয়াউর রহমান। নিহতরা হলেন-তাড়াশ পৌর শহরের দক্ষিণপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে জনি (১২) ও মেয়ে তুবা (১) এবং কোহিত গ্রামের মৃত বাহাদুর আলীর ছেলে অটোরিকশার চালক হাইফত হোসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গরু বোঝাই একটি ভটভটি নওঁগা হাটের দিকে বেপরোয়া গতিতে চলছিল। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক হাইফত হোসেন ও জনিকে মৃত ঘোষণা করেন। আহত জনির মা ও তার দুই বোন মালেশা ও তুবাকে আশঙ্কাজনক অবস্থায় সিরাজগঞ্জ শহিদ এম মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় শিশু তুবা মারা যায়।
তাড়াশ থানার ওসি মো. জিয়াউর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্নের প্রস্তুতি চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।