শরীয়তপুরের নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত এক চিকিৎসকের ওপর স্থানীয় দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে কর্মবিরতি পালন করেছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। গতকাল বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মবিরতি পালন করেন।
স্বাস্থ্যকর্মীরা অভিযোগ করে বলেন, স্থানীয় যুবদল নেতা রুবেল ঢালি ও মনির বেপারী নামের দুই ব্যক্তি তুচ্ছ ঘটনার জেরে কামরুল হাসান নামে এক চিকিৎসকের ওপর হামলা চালায়। হামলার ঘটনায় চিকিৎসক ও কর্মচারীদের মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। এর আগেও রুবেল ঢালির বিরুদ্ধে এক নার্সকে হেনস্তা করার অভিযোগ রয়েছে। নিরাপত্তাহীনতার কারণে ওই নার্সকে বদলি নিয়ে অন্যত্র যোগ দিতে হয়। চিকিৎসকরা প্রশাসনের কাছে দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা আরও বলেন, যদি স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা না হয়, তবে তারা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যেতে বাধ্য হবেন।