ঢাকা বৃহস্পতিবার, ০৯ অক্টোবর, ২০২৫

আখাউড়ায় গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৫, ০৬:৪৭ পিএম
গাঁজাসহ গ্রেপ্তার দুই মাদক কারবারি। ছবি- রূপালী বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া কারবারিরা হলেন আশুগঞ্জের তারুয়ার নোয়াব মিয়ার ছেলে মো. ওবায়দুর মিয়া এবং একই গ্রামের সোলায়মান প্রকাশ কালু ঠাকুরের ছেলে আবু তালেব প্রকাশ জয়নাল আবেদীন প্রকাশ সুমন ঠাকুর।

পুলিশ জানায়, জেলা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার সকালে পৗর শহরের খড়মপুর বাইপাস এলাকায়, খাদেম ফিসারিজ পুকুর সংলগ্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালানো হয়। এ সময় ১০ কেজি গাঁজাসহ ওই দুই কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

তিনি বলেন, ‘আমাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং যেকোনো মূল্যে মাদকসহ অপরাধ নির্মূল করা হবে।’