ঢাকা বৃহস্পতিবার, ০৯ অক্টোবর, ২০২৫

রাঙামাটিতে সংবাদকর্মীদের জন্য টাইফয়েড টিকাদানবিষয়ক কর্মশালা

রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৫, ০৬:২৩ পিএম
সংবাদকর্মীদের জন্য টাইফয়েড টিকাদান বিষয়ক কর্মশালা। ছবি-রূপালী বাংলাদেশ

রাঙামাটিতে ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের আওতায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ বিষয়ে সংবাদকর্মীদের জন্য বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা ১২টায় জেলা তথ্য অফিসে কর্মশালার সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিন।

কর্মশালার শুভ উদ্বোধন করেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (কারিগরি ও প্রশিক্ষণ) মিস অনসূয়া বড়ুয়া ভাচুয়েলি। তিনি অংশগ্রহণকারী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ (মারুফ) কর্মশালায় বলেন, টাইফয়েড টিকাদান প্রচারে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। গুজব নিরসনে সাংবাদিকদের কার্যক্রম গুরুত্বপূর্ণ। টাইফয়েড ও যক্ষ্মা এখনো রয়ে গেছে, তাই সচেতনতা বৃদ্ধি করতে হবে। জেলার প্রতিটি শিশুকে টাইফয়েড টিকাদানের আওতায় আনা জরুরি।

রাঙামাটি সিভিল সার্জন ডা. নূয়েন খীসা বলেন, নিরাপদ পানি, সঠিক স্বাস্থ্যবিধি ও সচেতনতা থাকলে টাইফয়েড থেকে রক্ষা পাওয়া সম্ভব। ৯ মাস বয়সি শিশুদের টাইফয়েড টিকা দেওয়া আবশ্যক। আগামী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত সারা দেশে টাইফয়েড টিকাদান কার্যক্রম চালানো হবে।

রাঙামাটি ইসলামি ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. ইকবাল বাহার সাংবাদিকদের লেখনির মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম আরও প্রসারিত করার আহ্বান জানান।

প্রেসক্লাব সভাপতি আনোয়ার আল হক বলেন, টাইফয়েড টিকাদানকে গুরুত্ব দেওয়ার মূল কারণ হলো শিশুদের জীবন রক্ষা করা। ১০ লাখ শিশুর প্রাণ বাঁচাতে সাংবাদিকদের প্রচার কার্যক্রম গুরুত্বপূর্ণ।

কর্মশালায় স্থানীয় সংবাদকর্মী, বিভিন্ন সরকারি কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।